সফলতায় চন্দ্রযান তিন
-ইন্দিরা দত্ত
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
চাঁদে বিক্রম,বীর বিক্রমে পার করেছে অনেক বাধা,
ছুঁয়েছে সে চাঁদের মাটি এখনো যে লাগছে ধাঁধা।
সারাবিশ্ব করে জয়গান, আনন্দেতে সবাই ভাসে,
রোভার প্রজ্ঞান দেবে সন্ধান বিক্রম হতে খবর আসে।
বিজ্ঞানীদের নির্দেশক্রমে নামল চাঁদের দক্ষিণ ভাগে,
সারা বিশ্ব জানুক আজি যেথায় কেহ যায়নি আগে।
লাগল যে আজ নতুন পালক বিশ্বে সকল দেশের মাঝে,
চন্দ্রবিজয় হল আজি গর্বিত তাই সকাল সাঁঝে।
রোভার প্রোগ্রাম ক্যামেরার চোখ চন্দ্রলোকে আজি মেললো,
চাঁদের দেশের রহস্যের এক জাদুর বাক্স জানি খুলল।
ভারতের এই জয় গৌরবে সারা বিশ্ব নোয়ায় মাথা,
বিশ্ব তাকে কুর্নিশ করে বিজ্ঞানের এ গৌরব গাথা।
ইসরো বাড়ায় দেশের সম্মান গর্বিত আজ ভারতবাসী ,
অভিনন্দন বিজ্ঞানীদের ভালবাসা রাশি রাশি।
জগৎ সভায় ভারত শ্রেষ্ঠ বিজ্ঞানীদের কষ্টের ফসল,
চন্দ্রযান তিন ল্যান্ড করেছে এতদিনের স্বপ্ন সফল।
ভুললো আজি দেশের মানুষ পরাজয়ের সকল ক্লান্তি,
তিনবারে পায় সফলতা দূর হলো তার সকল শ্রান্তি।
ধন্য আজি ভারত ভূমি ধন্য সকল বীরের জাতি,
জ্ঞান সাধনায় যাও এগিয়ে দাও জ্বেলে দাও বিশ্বে বাতি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
আমি ইন্দিরা দত্ত একজন গৃহশিক্ষিকা ও গৃহবধূ। গল্প কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। সেই ভালোবাসাতেই আমার এই লেখা। এছাড়া নাচ গান আবৃত্তি, ও বাগান করা আমার নেশা। বাবার নাম- ঈশ্বর শ্রী শ্যামসুন্দর বিশ্বাস মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম – উৎপল দত্ত