আড়ালে পোষা কষ্ট

-মোঃ মেহেদী ইকবাল জয়

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

বাধা যে পায়নি পথ চলতে

মুক্ত‌ আজ‌ও পারেনি হতে,

তবু কীসের কাতরতা

নিরবচ্ছিন্ন শান্তি খুঁজতে।

হাসতে যে পারেনি কখনও

করে তবু সে ছলনা,

ব্যথা লুকিয়ে রেখে বুকে

পায়না স্বর্গসুরের মূর্ছনা।

যে নিজে পারেনি মুগ্ধ হতে

চায় সে মুগ্ধ করতে কারে?

আড়ালেই সে থেকে যায়

নিজেকে পেতে নিজের মাঝে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

কবি মোঃমেহেদী ইকবাল জয় ১০ই ডিসেম্বর ১৯৯৫ সালে নেত্রকোণা সদর জেলার তাতিয়র গ্রামে জন্মগ্রহণ করেন।পিতার নাম মোঃএকলাছ মিয়া,মাতার নাম মোসা:জামিলা আক্তার।তিনি নেত্রকোণা সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।স্কুলের উচ্চ মাধ্যমিক জীবন থেকেই ছোট ছোট ছড়া ও কবিতা লিখতেন শখের বসে।২০২০ সালে বাংলা পত্রিকায় কাজ করেন।কবির লেখা কবিতাগুলোতে প্রেম ও বিরহ দুটোতেই নান্দনিকতার ছোঁয়া থাকায় পাঠকদের মন কেড়ে নেন।তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে “মনকবি” উপাধি লাভ করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*