দুখু মিয়া
-অনিল কুমার পাল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ছোট দুখু মিয়া গান কাব্য নিয়া,
শিশু ছড়া গান লেখে।
তার গান শুনি তিনি বড় গুনি,
সব লোকে তাই দেখে।
চল চল চল সেনা দল বল,
শক্তি নিয়ে মাঠে যায়।
রণ গীতি গায় বল যেন পাই,
সব মিলে ওরে ধায়।
এক হাতে বাঁশি আলো ঝরা রাশি,
সুর তুলে বাঁশি বাজে।
সেনা দলে ছিল জেল তাকে দিল,
ছিলে গান লেখা কাজে।
তুমি বড় কবি ভেসে ওঠে ছবি,
তাই সবে মোরা গায়।
তুমি থাকো মনে জেগে থাকো গানে,
ভোলা তোমা নাহি যায়।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া (বাংলাদেশ) গ্রামে ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্য গ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। তিনি অবসর সময়ে লেখা লেখি করে থাকেন।