শিক্ষক দিবসের প্রাপ্তি
-সুজিত শর্মা বিশ্বাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আমার গ্রামের বলাই বাবু চাকরি করতেন স্কুলে,
কেউ চেনেনা আজকে তাঁকে সবাই গেছে ভুলে।
তখন আমি ছোট ছিলাম তাঁর স্কুলেতেই পড়ি,
ক্লাসে ক্লাসে বেড়ান ঘুরে থাকতো হাতে ছড়ি।
ছড়ি খানা থাকতো হাতেই পড়েনি কার ধরে,
তাঁকে দেখেই চমকাতো সব যেতো ভয়েই মরে।
নয়তো শুধু এই ছবিটাই আরো আছে মনে,
কার ঘরে যে ভাত রাঁধেনি জানতো জনে জনে।
এমন ছেলে পেলেই স্কুলে সঙ্গে করে নিয়ে,
আপন হাতে খাইয়ে সাথে দিতেন কিছু দিয়ে।
পুজোর সময় হয়নি জামা এমন ছেলে খুঁজে,
নতুন জামা নতুন জুতো দিতেন হাতে গুঁজে।
বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সকলের খোঁজ করে,
বই খাতা সব কিনে দিতেন পড়াশোনার তরে।
এমন মানুষ আজকে বিরল নাইতো মোদের দেশে,
শিক্ষা দীক্ষা সব কিছু আজ কোথায় গেলো ভেসে ?
সেই মানুষের দেখা পেলাম আজ এই শুভ দিনে,
এই যুগের কেউ জানেনা সে কেউ না তাঁকে চিনে।
শ্রী চরণে হাতটি রেখে ধন্য হলাম আমি,
শিক্ষা গুরু এমন পেয়ে জীবন আমার দামী।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
সুজিত শর্মা বিশ্বাস পিতা – সুধীর শর্মা বিশ্বাস, অবসরপ্রাপ্ত কর্মচারী। বহরমপুর, মুর্শিদাবাদ জেলার মানুষ ভারতবর্ষ।