বিদ্রোহী তুমি
-মোঃ হাসানুজ্জামান
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আজও তোমার কবিতা গান
মুগ্ধ হয়ে শুনি
হৃদয় মাঝে দোলা দেয়
তোমার সকল বানী।
নতুন আলোর ঝলকানি তুমি
ছড়িয়েছ ধরার মাঝে
আলোর ভূবন গড়ে গেলে
নিজের আপন দানে।
যেখানে দিয়েছো হাতের পরশ
সেখানেই ফলেছে সোনা
অমর হয়ে থাকবে তুমি
এটাই তোমার পাওনা।
তোমার সুরে বাঁশের বাঁশি
পুলক জাগায় মনে
অবাক বিশ্ব অবাক সবাই
তোমার কর্ম গুনে।
বিদ্রোহী তুমি বিপ্লবী তুমি
তোমার সৃষ্টি ধারায়
আশাহত মানুষ নতুন করে
থাকে বাঁচার আশায়।
আজও আশায় বুক বাঁধি মোরা
তোমার প্রেরণা পেয়ে
মানব হৃদয়ে থাকবে বেঁচে
পৃথিবী যতদিন রবে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতঃ
মোঃ হাসানুজ্জামান ( প্রভাষক ), গ্রামঃ রাধাকান্ত পুর, পোষ্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লাল পুর, জেলাঃ নাটোর, রাজশাহী – ঢাকা – বাংলাদেশ।