সাফল্যের উল্লাস
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈≈
টানটান উত্তেজনার অবসান
অবশেষে চাঁদের বুকে অবতরণ করলো চন্দ্রযান।
আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল ভারতবাসীরা,
বিশ্বে ইতিহাস গড়লো চন্দ্রযান-3
বিজ্ঞান প্রযুক্তি আর বৈজ্ঞানিকদের
দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফল,
দেখিয়ে দিলো ভারত বিজ্ঞানে তাদের অবদান।
চাইলে মানুষ কিনা পারে,
নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম, ইচ্ছা সাফল্যের মূলমন্ত্র
ভারতবাসী হিসেবে গর্বে ভরে উঠছে বুক
বিশ্ব দরবারে বাড়লো ভারতের মান।
দিকে দিকে উড়ছে জয়ের আনন্দে ভারতের পতাকা,
আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সমগ্র ভারতবাসী,
অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় গর্বিত ভারত ভূমি।
কবির ভাষায় তাই আবারও বলতে ইচ্ছা করছে
“ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে”
সবার মুখে আজ শুধুই জয়ের হাসি,
গর্বিত ভারত, গর্বিত ভারতবাসী,দেশকে ভালোবাসি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। স্কুল ও কলেজ অধ্যায়ন সেখানে। বিবাহ সূত্রে বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। আমি একজন সাধারণ গৃহবধূ। দিনের অবসর সময়টা কবিতা লিখেও কবিতা পড়ে কাটিয়ে দিই।