জলের চাতুরি অণুতে গ্যাসের

-রানা জামান

≅≅≅≅≅≅≅≅≅≅

জল বিভাজনে যে গ্যাস তৃষ্ণায় সরোবর হয়ে

মেঘের মিনার কখনো গড়ে কি?

মতের পার্থক্যে সন্দেহের ঘুণ স্বাদের সালুনে

লবনের বাড়ে শত্রুতা মরে কি?

ধোঁয়ার আবর্তে রহস্যের জট কুণ্ডলি পাকিয়ে

ছুঁতে চায় দূর আকাশের নাড়ি,

কী থাকে ছায়ায় আলোর খেলায় ছোট বড় হয়ে

ছুটায় অনন্তে রহস্যের গাড়ি।

শেয়ালের লেজ বাঁকা সোজা হয়ে আখের নির্যাস

চুষে কুমীরের ছানা চিবোয় হরষে,

স্বার্থের জিরাফ কার অন্ধ ঘরে নির্বিবাধে ঘাস

পেয়ে বেড়ে যাচ্ছে পূর্ণিমা সরসে।

কার মাথা গিয়ে লেগে যাচ্ছে কার মাথায় প্রত্যেহ

নিয়তিকে রাখা হচ্ছে সামনে অনিবার,

টাকার পেশির কিংবা ক্ষমতার শকুন পুকুর

সেঁচে করে নিচ্ছে আজো ননি বার।

তবে কি জলের চাতুরি গ্যাসের অণু পিতামাতা

থাকায় মহাশক্তিধর আনবিক বোমা?

দুশ্চিন্তায় নখ বেড়ে চাকু হলে বিদ্রোহের চোটে

সিস্টেমের দাঁত হয়ে যাবে কোমা!

≅≅≅≅≅≅≅≅≅≅

পরিচিতি:

১।লেখক নাম: রানা জামান

২। প্রকৃত নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া

৩। পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত

৪। জন্ম তারিখ: ১৫/০২/১৯৬০

৫। স্থায়ী ঠিকিনা: গ্রাম-কারঙ্কা; উপজেলা-তাড়াইল; জেলা-কিশোরগঞ্জ, বাংলাদেশ

৬। বর্তমান ঠিকানা: আনিলা টাওয়ার; বাড়ি নম্বর#১৮-১৯; সড়ক নম্বর#৩; ব্লক#আই; বড়বাগ; মিরপুর-২; ঢাকা-১২১৬

৭। প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৭

সম্মাননা:১। দিগন্ত সাহিত্য পুরস্কার ২০২০ খৃস্টাব্দে; ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক

২। পরমাণু কবিতার জন্য> পরমাণু কাব্যসারথি উপাধি ২০২১ খৃস্টাব্দ:কোলকাতার যুথিকা

সাহিত্য পত্রিকা কর্তৃক

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*