স্বাধীনতার আত্মত্যাগে সৈন্য
-সঞ্জয় টুডু
≅≅≅≅≅≅≅≅
নানা জাতি, ধর্মের এই দেশ,
নেই কোনো বিদ্বেষ।
তরুণ প্রজন্মের উদ্দীপনা,
রক্ষা করে দেশের প্রতি কোণা।
প্রাণবন্ত শরীরের যত জাগ্ৰত তেজ,
শত্রু দমনে সক্রিয় নয় তারা বোঝ।
জনগণের শান্ত ঘুম নিশ্চিত,
সৈন্য বাহিনীর ন্যায় নিষ্ঠার কর্ম অক্লান্ত।
স্বাধীন হয়েছি মোরা বহু রক্তের বিনিময়ে,
দেশ প্রেমের বিজয় ধ্বনি অঙ্গে অঙ্গে চলে বয়ে।
সীমানা জুড়ে কর্তব্যরত অসংখ্য সৈন্য,
আপন মাতৃভূমি রক্ষায় তারা ধন্য।
দিন রাত সেবা করে যায় দেশ রক্ষার্থে,
আপোস করে না যে কোনো অর্থে।
শহীদ হয়েছে কতো বীর,
অকালে শূন্য হয়েছে মায়ের সাজানো নীড়।
ত্যাগ করে মায়া মমতার সংসার,
বহন করে ভারত মাতার শত দায় ভার।
থাকুক হাজারো প্রাকৃতিক দূর্যোগ,
জঙ্গীদের নাহি দেয় একবিন্দু সুযোগ।
সৈন্যর আত্মত্যাগে জাতীয় পতাকা উড্ডীয়মান
বিশ্বের প্রতি প্রান্তরে।
দেশের জন্য প্রেম, ভালোবাসা,শ্রদ্ধা
জাগরিত হয় সবার অন্তরে।
≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি ঃ-
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম’নীরব বৃক্ষ’।