জিন তত্ত্বে ধরা পড়ে

-আবুল হাসমত আলী

∞∞∞∞∞∞∞∞∞∞

আমরা আফ্রিকা থেকে এসেছি

সেই ৬৫ হাজার বছর আগে,

দুদিন আগে যারা এলো,

ওরা মোদের বিদেশি বলে দাগে।

ওদের হিংস্র থাবা বসেছে

আমাদের মত নির্বোধের ঘাড়ে।

হিংস্রতায় ওরা সবাইকে ছাপিয়ে গেছে।

বাঘ সিংহ ভালুকরা আজ এতে ভীষণ অপমানিত।

আমাদের বাসস্থানে থাবা,

আমাদের খাবারে বসিয়েছে থাবা,

থাবা বসিয়েছে আমাদের মাথায়।

ওদের থাবায় আমাদের জীবন আজ অতিষ্ঠ,

ছন্নছাড়া হয়ে গেছে মোদের জীবন।

এতোটুকু নিরাপত্তা বলে কিছু নেই।

আগে শোলার পুতুল তারা নাচাতো

এখন আমাদের মত সরল মানুষগুলোকে

ভাসিয়ে দেয় ধর্মীয় আবেগে।

তারপর নাচায় অর্থনৈতিক সংকট সৃষ্টি করে,

এভাবে আমাদের পিসে মারে।

সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে পৃষ্ঠ হয়ে আমরা যখন চেঁচাই প্রচন্ড জীবন যন্ত্রণায়,

তখন ওরা আমাদের শয়তান, দেশদ্রোহী, তকমা লাগিয়ে অট্টহাস্য করে।

জেমস ওয়েবস টেলিস্কোপ ছুটে চলেছে মহাশূন্যে

চাঁদে মঙ্গলে মহাকাশ যান নামানো হচ্ছে।

আমাদের কড়ের টাকায় সেসব হচ্ছে ,

অথচ সেসবে আমাদের অধিকার নেই।

সেসব যেন একটা শ্রেণীর প্রচারের জন্য।

কিন্তু প্রতি ঘর্ম বিন্দুতে, পিচঢালা রাস্তায়,

কল কারখানায়, শস্য কনায় সেসব খুঁজে পাওয়া যায়।

এমনকি তাদের শরীরের অর্ধেক আমাদের শ্রমের দ্বারা গড়া।

জিন তত্ত্বে তা ধরা পড়ে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*