শিক্ষক মানে
-মানস দেব
≅≅≅≅≅≅≅≅
শিক্ষক মানে পরম গুরু
পিতা-মাতা তুল্য ।
শিক্ষক মানে জ্ঞান – ভান্ডার
সাগর – সমুদ্র তুল্য ।
শিক্ষক মানে মুশকিল আসান
সমস্যা থাকুক হাজার ।
শিক্ষক মানে ভয়ের মাঝে
ফ্রেন্ড – ফিলোসফার -গাইডার।
শিক্ষক মানে পথ নির্দেশক
অকূল গাঙ্গের তরী ।
শিক্ষক মানে ভুল শুধরে
এগিয়ে চলার ছড়ি ।
শিক্ষক মানে ছাত্রের সাফল্যে
উচ্ছ্বাসে যাওয়া ভেসে ।
শিক্ষক মানে সম্মুখে বজ্রকঠিন
ভালোবাসার ফল্গুধারা অন্তরে হাসে ।
≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। বহুদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। প্রথম কাব্যগ্রন্থ “অনুভব ” ।