জাতির শিক্ষক
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আজ ২০২৩ সালের ৫ই সেপ্টেম্বর
সারা বিশ্বে পালিত হয় শিক্ষক দিবস
শিক্ষা মানে ঞ্জানের আলো যা বিচ্ছুরিত
শরীর ও মন করে সততার স্নিগ্ধ পরশ।
শিশু যখন জন্মায় কিছুই জানেনা
তিনমাস বয়সে চোখ ,কান ফোটে
তারপর হাত নাড়ে এদিক ওদিক চায়
ধীরে ধীরে উন্নত হয় শব্দ আ উ ঠোঁটে।
যার গর্ভে সে জন্মেছে প্রথম শিক্ষাগুরু মা
অনন্তকাল মায়েরা সুশিক্ষা দিয়ে চলে
সেই শিশু এপাস ওপাস করে হাতপা ছোঁড়ে
এর পর উঠেবসে কত বিচিত্র শব্দ বলে।
এই শিক্ষক দিবস পালিত হয় স্বাধীন ভারতের
দ্বিতীয় রাষ্ট্রপতি ড: সর্বপল্লি রাধাকৃষ্ণের জন্মদিনে
স্কুল কলেজে হয় নানান রকমের মজা
প্রণাম জানায় শ্রদ্ধেয় শিক্ষক জনে
মায়ের হাত ধরে চলা কথাবলা
অক্ষর পরিচয় হয় সানিধ্যে মায়ের
স্কুল, কলেজে চাকরি সবই মায়ের অবদান
মা যে সর্বদা লক্ষ্য রাখে সন্তানের।
মা তো শেখায় ভুল ঠিকের পার্থক্য
সুখে দুখে ছায়ার মত অনুসরণ করে
অন্যায় কিছু করলে মা ই বোঝে আগে
তব চরণে ঠাঁই পাই চির জনমের তরে।
এত দূরদর্শী শিক্ষক পাশে সারাজীবন
ঈশ্বরের দয়া অপার মহিমা আমার মা
চিরদুখি হয়গো শিশুকালে যদি মা হারায়
সন্তানের প্রতি মায়ের শিক্ষা কখন ভুল না।
শতকোটি প্রণাম, তোমার মত শিক্ষক পাই
জনমে জনমে তোমারই সন্তান হতে চাই।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য ওপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।