তালে তালে মগ্নবেষ্টন

-গণেশ পাল

≈≈≈≈≈≈≈≈≈≈

অন্তরঙ্গ প্রকোষ্ঠগুলো কভু

মেঘের জন্য অন্ধকার , গাঢ় অন্ধকার

বিচ্ছেদকারী বিন্যাস্ততায়ও তবু সে

চাঁদের চাঁদোয়া খুঁজে ফিরে ।

যখন তুমি চন্দন-চর্চিত অস্থির

তনুর নৈবেদ্য হে আমার সঙ্গী ,

তোমার ভাবভঙ্গী ধরনধারণ মিশ্র

বিহিত এক কাব্যের রস ।

একপ্রকার বীজমন্ত্রে আমি যেন

তুষ্ট হই নষ্ট সময় পেরিয়ে হয়তো

খেয়ালহীন কিংবা মগ্নবেষ্টনে ।

তাই নক্ষত্ররাশির আলাদা বাস্তুভিটায়

সিক্ত করে তোমার

প্রশস্ত দেয়ালের গন্ধ আরো কিসব

অপ্রকাশ্যে তালে তালে বেতালে তবু ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল. জন্ম ও জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় ১৯৫০ সালের ০২ জুলাই জন্মগ্রহণ করেছি । শিক্ষা: ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি।

প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : ৩ টি উপন্যাস , ৬ টি গল্পগ্রন্থ ও ১ টি কাব্যগ্রন্থ।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*