বিজন রূপে
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
বিজন রূপে এল ফাগুন ফুল ফোটাতে পাতায় পাতায়,
সেই আনন্দে, জ্বলে উঠেছে তারারা ওই নীরব সন্ধ্যায়।
তোরা বলে দে ফাগুনের জন্য শুধু পলাশ হয়েছে লাল,
বসন্ত এসে গেছে ফুলে ভরে গেছে ফাগুনের ওই ডাল।
দীঘির জলে সূর্যলোকে বাতাস ঢেউ খেলে যায় দ্বিপ্ররে,
বাতাসের স্রোতে, ফুলের গন্ধ মিশে যায় ফাগুন নহরে।
ফাগুন ফুলের মালা গেঁথেছে, কত সুন্দর সে তসবির,
নিস্তব্দ নির্জন সন্ধ্যা কত রংয়ে মাখা অপূর্ব এ আবির।
মোহমুগ্ধ ফাগুনের প্রাণ, কত সুন্দর ফাগুন সমীরণ,
চঞ্চল ঝরা ফুল ঝরে পড়েছে,ঝর্নার মতো অকারণ।
ফাগুন এলে অন্যরূপে সাজে যেন এই সুন্দর বসুন্ধরা,
সম্মুখে জাগে সন্ধ্যারাগে, আকাশে ওই উজ্জ্বল তারা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ