পৃথিবীর বিপরীতে আমি
-অভিজিৎ হালদার
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
যেদিন থাকবেনা এই পৃথিবী
আর থাকবো না আমি ,
থাকবে কি সেদিন প্রিয় আকাশের
আমার প্রিয় নীল তারাটি !
জানি একদিন পৃথিবী ধ্বংস হবে
আমি বহুদূরে চলে যাবো
কেউ থাকবে না বেঁচে সেদিন ।
নক্ষত্র ঝরে পড়বে
সব রাত্রি শেষ হয়ে গেছে ,
গগনচুম্বী অট্টালিকা সব ভেঙে পড়বে
পৃথিবীর এতো নামডাক সেদিন কী থাকবে ! পৃথিবী যদি আরো বেশি বাঁচতে পারে
তবুও আমি একদিন ঝরে যাবো হেমন্তের রাতে। ক্ষ’য় হবে আমার হৃদয়
কিন্তু রয়ে যাবে আমার কবিতার শহর ।
লক্ষ বছর আগে যে তারাটি আমার বুকে
বেঁচে উঠেছিল, সেই তারাটিই একদিন ঝরে যাবে
মৃত্যুর নদীতে জাহাজের নাবিক হয়ে।
আমি আমার গ্রামের পথে দেখেছি
ঈশ্বরের অদৃশ্য হয়ে হেঁটে যাওয়া
দেখেছি আবহকাল ঝরে পড়ে পাতা ;
এ জীবনের অবদান জানিনা কতটা
কিন্তু কিছু মিথ্যা অজুহাত গড়ে দেয় হৃদয়কণিকা।
আমি একাকীত্বকে ভালোবেসেছি,
ভালবেসেছি নীল বাংলাকে ।
তবুও কি বেশি দিন বেঁচে থাকা যায় !
কি পেলাম আর কি বা নাহি পেলাম
এভাবেই একদিন চলে যেতে হয়
পৃথিবীর সীমা ছেড়ে অন্য সীমানায় ।
আমি নখের নীচে আকাশ রেখে
বাহিরে কেনো তারে খুঁজি !
তিলোত্তমা নগরী সেদিন নীরব
শহরের সমস্ত মানুষ মরে গেছে
কফিনে বন্দী তাহাদের দেহ
এদের মধ্য আমি একজন !
আমার মৃত্যুতে ঝরে পড়ল নক্ষত্রের জল
আমার বড় নখের উপরে
জন্ম নিলো একটি গাছ ।
দিনে দিনে গাছটি বাড়ন্তের পথে
আকাশের তারা জ্বলে উঠলো
প্রান্তরের ঘাসে শিশির জমলো।।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার মাতা:- আরতি হালদার
শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)