স্বপনের কবিতা
-টিনা ব্যানার্জী
∞∞∞∞∞∞∞∞
ভাতের অভাব শূন্য ঘরে
স্বপ্ন যাদের ভরসা,
তাদের কাছে সবই সমান
শীত গ্রীষ্ম বর্ষা।
রিস্কা করে আকাশ পথে
উড়তে যদি পারতো,
উপর থেকে পৃথিবীকে
স্বর্গ তারাই ভাবতো।
শরৎ আকাশ মেঘের ভেলা
শিউলি কাশের বন,
একটু ভাতের একটু খুশির
স্বপ্ন দেখে মন।
তাইতো বলি দুগ্গা মাকে
তোমার আসার দিনে,
কেউ যেন না থাকে আর
শুধুই অন্নবিনে।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিত:-
লেখিকা টিনা ব্যানার্জীর জন্ম হাওড়া জেলার সাঁতরাগাছি তে। সাঁতরাগাছির চরক ডাঙা তে। ১৭ ই মার্চ 1998 সালে।
পিতা :- স্বর্গীয় গৌতম ব্যানার্জি
মাতা :-কেকা ব্যানার্জী
শিক্ষা:- সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুল এবং হাওড়া জেলার বিজয়কৃষ্ণ গার্লস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
লেখালেখি :- ম্যাগাজিন, ফেসবুক পেজ, পত্রপত্রিকা, ইত্যাদি
বই: সাহিত্য সংকলনের হাত ধরে প্রথম বই প্রকাশিত হয় আমার উপন্যাস।2023 সালে