মুক্তা
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼∼∼∼
মুক্তা, রমণীয় মূল্যবান রত্ন
ঝিনুকের রসায়নের ফল,
অলংকারের এই রত্নপাথর
ঝিনুকের আত্মরক্ষার ফসল!
বহিরাগত কোন অবান্তর বস্ত
ষখন ঢুকে ঝিনুক দেহে,
নিজেকে বাঁচাতে ঝিনুক
বর্ম তৈরি করে চারদিকে!
আক্রমণ করে ন্যাক্রো বাহিনী
যা অবিরাম চলে,
আত্মরক্ষায় নির্মিত হয় মুক্তা
শুভা পায় রমনীর গলে!
লাল, নীল,কালা, ধলা
আরো আছে ধূসর,
চোখ জুড়ানো মুক্তোয় থাকে
নানান রঙের বহর!
অদম্য ঝিনুক বুঝতে চায়না
মুক্তোর এতো মূল্য,
লড়াই করে মুক্তা বানানোই
ঝিনুকের মহা সাফল্য !
নিরহের জীবন যেন
মুক্তোয় ভরা ঝিনুকের জীবন,
সাজসজ্জা, বিলাস অর্থহীন
বাঁচতে সংগ্রাম করে সে আমরন !!!
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।
ধন্যবাদ।