সিমু ফুল
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼
সিমু ফুল কালো চুল
ফুল হলো সদ্য
যত দেখে মনে রেখে
কবি লেখে পদ্য।
ফুল বনে কবি মনে
ফুল কথা কয়
মনে প্রীতি রবে স্মৃতি
যদি প্রেম হয়।
সিমু ফুল তার তুল
হয় নাকো আর
নব সাজে মনে বাজে
খুলে যায় দ্বার।
অলি এসে ফুলে বসে
ফুল মধু খাই
কবি শুধু দেখে বধূ
নাহি তারে পাই।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি –
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদী,
বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীন লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আমন্ত্রণ করেন।