শিশু সৈনিক

-মীর সেকান্দার আলী খোকা

≅≅≅≅≅≅≅≅≅≅

এখন তোমার দুষ্টমির দুরন্ত

সময়

গোলাপের কল্লোল তোমাকে মাতিয়ে

তোলে

তোমার ইচ্ছেই জাগরিত হয় সবকিছু

ঢেউ ভেঙে চলো

মরীচিকা পেছনে ফেলে।

তোমার অভিধানে নেই কোন পরাজয়

তুমি সবুজ,

কটাক্ষ যতটুকু হয় অভিধানে নেই পরাজয়

তাই।

তুমি বুশরা-খোসা ছাড়ানি, খোসা ছাড়িয়ে

নিশ্চিত নিখুঁতের গভীরে যাওয়া

তোমার যুক্তিতে তুমি অটুট, প্রাণ বলিদান দেবে

তবু মাথা নয়।

কেন জানি মনে হয় তুমিই বাঙ্গালী

তুমিই জয় বাংলা

তুমিই অপরাজিত মুজিবের শিশু সৈনিক।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:

নাম:মীর সেকান্দার আলী খোকা

পিতা:মৃত মীর মোক্তার আলী

মাতা:মৃত লতিফা খাতুন

(প্লাটুন কমান্ডার)১ নং আনসার ব্যাটালিয়ন সদর,

মন্দিরপাড়া, ঠাকুরগাঁও সদর,ঠাকুরগাঁও

কবিতাটির সৃষ্টিকাল:২৪-০৩-২০২৩ইং

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*