শেষ বেলার গান
-পুষ্পিকা সমাদ্দার
∞∞∞∞∞∞∞∞
বেলা শেষে মনের দেউরিতে
ভিন্ন স্বাদের গান,
শুনি একাগ্র চিত্তে অন্তরের
কথা চোখের জল মানে না বাণ।
মনের দরজা সদা খোলা
রয় সেখানে আছে কত স্মৃতি,
মান অভিমান সকল ভুলে রাখো
প্রিয়জনের সাথে প্রীতি।
হৃদয়ের কথা শুনবে কীরূপ
সেতো অনেক কথা কয়,
অজানা আবেগ ও অনুভূতি
গুলো অন্তরে সর্বদা বয়।
শেষ বেলা চলে অনুক্ষণ দ্রুত
ধরতে তাকে নারি,
অন্তরের অনুরাগ নজরে
পড়ে না সেতো মজার ভারি।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি পুষ্পিকা সমাদ্দার সামান্য গৃহবধূ কলকাতার নাকতলা নিবাসী,সাহিত্য পছন্দ করি তাই কাজের ফাঁকে কলম হাতে মনের অব্যক্ত কথা লেখনী মাধ্যমে প্রকাশ করি, শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজার অঞ্চলে, ওখানে স্কুল,কলেজ তারপর দীর্ঘ ১৫ বছর বিবাহ সূত্রে কলকাতায়।