ইলিশ ছুটায় দারুণ গন্ধ
-রানা জামান
≈≈≈≈≈≈≈≈≈≈
যেই না ইলিশ হচ্ছে রান্না
ছুটছে দারুণ গন্ধ,
পাড়া পড়শি নিচ্ছে সুবাস
আঁখি করে বন্ধ!
কারো ঝরছে জিভের পানি
বাড়ছে কারো হাঁটা,
কারো কাজটা হয়ে যাচ্ছে
জিভে অধর চাটা।
হঠাৎ দেখি জানলার ধারে
অনেক মানুষ খাড়া,
তখন গিন্নি ইলিশ ভাজায়
দিলো একটা নাড়া।
ইলিশ রান্না শেষ হলো না
বললো এসে পুলিশ,
ইলিশ রান্নার সময় তোরা
কেনো জান্লা খুলিস?
লোকের জন্য যান চলাচলে
বিঘ্ন ঘটে যাওয়ায়,
পুলিশ আমায় এরেস্ট করে
জেলের রুটি খাওয়ায়!
≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি:
১।লেখক নাম: রানা জামান
২। প্রকৃত নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া
৩। পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত
৪। জন্ম তারিখ: ১৫/০২/১৯৬০
৫। স্থায়ী ঠিকিনা: গ্রাম-কারঙ্কা; উপজেলা-তাড়াইল; জেলা-কিশোরগঞ্জ, বাংলাদেশ
৬। বর্তমান ঠিকানা: আনিলা টাওয়ার; বাড়ি নম্বর#১৮-১৯; সড়ক নম্বর#৩; ব্লক#আই; বড়বাগ; মিরপুর-২; ঢাকা-১২১৬
৭। প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৭
সম্মাননা:১। দিগন্ত সাহিত্য পুরস্কার ২০২০ খৃস্টাব্দে; ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক
২। পরমাণু কবিতার জন্য> পরমাণু কাব্যসারথি উপাধি ২০২১ খৃস্টাব্দ:কোলকাতার যুথিকা
সাহিত্য পত্রিকা কর্তৃক