কথার ছলে গল্পকথা

-গণেশ পাল

∼∼∼∼∼∼∼∼∼

দশ কথা , পাঁচ কথা ,সাত কথা ——

খই ফুটে উন্মুক্ত বুকে ,

কভু আকাশমণ্ডলে ।

আকাশের খোশগল্পে কোন কথা

গা-গতরে গৃহভ্রষ্ট —

ঘুমপাড়ানীর ঘুমকালে ?

চকচকে জোছনা যদি চঞ্চল —-

আলোর জলপ্লাবন

কোন ছাতিম গাছের তলে ?

ঝলক হাসি যে গাছের ঝাঁকড়া কুন্তল

টাপুর-টুপুর সেথা কী এক গান —

বাজে ছয় মাত্রার তালে ।

কথার মাঝে কথায় নয়নবাণ —-

আকাশ পাতাল নিঃসংশয়

পিপাসায় পিরিত হলে ।

যখন-তখন কিবা বাছবিচার কিবা ম্লান

জোছনা আর বৃক্ষরাজি —-

আকাশ বাতাসের গল্পছলে ।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ০২ জুলাই , ১৯৫০ সালে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি । শিক্ষা: ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি :- ১ টি কাব্যগ্রন্থ ,৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । প্রকাশিতব্য গ্রন্থের সংখ্যা ২০ টি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*