প্রার্থনা মোর

-ইন্দিরা দত্ত

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

বেলাশেষে এসে সামনে ধরেছি হিসেবের খাতাখানা ,

চারিদিকে শুধু ভুল আর ভুল হয়ে যাব বুঝি কানা!

বেহিসেবি আমি অপচয় শুধু শূন্য যে ভাগফল!

ওগো প্রভু শোনো পাপীতাপী আমি চোখে ঝরে মোর জল।

যৌবন কালে তোমার চরণ সেবি নি তো কভু আমি,

তুমি কি আমারে ক্ষমার চোখেতে দেখিবে জগত স্বামী?

কথা দিয়েছিনু স্মরণ করিবো রাখিনি আমার কথা,

দিনশেষে হায় খেরোর খাতাটা খুলে দেখি আমি যথা।

কী ভুল করেছি পারানির কড়ি জমা তো করিনি কিছু,

দান ধ্যান দয়া কিছুই করিনি চলেছি লোভের পিছু।

জীবন অঙ্ক বড় বেমানান, বেসামাল আমি প্রভু,

হৃদয় দেবতা কেমনে শুধিব তব ঋণ টুকু কভু?

প্রার্থনা মোর করি গো মিনতি আজ ভিখারীর বেশে,

দিশেহারা আমি পথটা দেখাও বলি জীবনের শেষে।

ওগো দয়াময় দয়া করো তুমি সৎপথে যেন চলি,

সময়টা আর বেশি নেই জানি সত্য যেন গো বলি।

অনুতাপে হায় প্রাণ যায় যায় শূন্য প্রতিটি পাতা,

কোৱা কাগজটা পড়ে আছে শুধু মোর হিসেবের খাতা।

দাও গো ভক্তি দাও গো শক্তি তুমি ছাড়া গতি নাই,

দয়া কর মোরে হাত দুটি ধরে তোমা কাছে ক্ষমা চাই।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি –

ইন্দিরা দত্ত, মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, পিতার নাম- ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস, স্বামীর নাম – উৎপল দত্ত, আমি একজন গৃহ শিক্ষিকা, গৃহবধূ। লেখা আমার নেশা। এছাড়া আবৃত্তি নাচ গান বাগান করা আমার নেশা। ভালো ভালো লেখকদের বই, ও কবিদের কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। একাকীত্ব কাটাতে তাই লেখাকেই হাতিয়ার করে নিয়েছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*