আজও অপেক্ষায় অমল
-শ্যামল কুমার মিশ্র
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আজও অপেক্ষায় থাকে অমল
বাতায়ন পাশে বসে নির্নিমেষে তাকিয়ে থাকে
মনে হয় ঐ বুঝি সুধা এলো
আঁজলা ভরা ফুল এনে বলছে–
এই নাও! এ শুধু তোমার জন্য…
আজও অপেক্ষায় থাকে অমল
বাতায়ন পাশে চন্দ্রমা খেলা করে
বলেছিলে তুমি– মন খারাপের রাতে তুমি আসবে
শিয়রে হাত রেখে গাইবে ঘুম পাড়ানি গান
তুমি আজও এলেনা মা
আজও অপেক্ষায় থাকে অমল
দুই বিনুনির সেই ছোট্ট মেয়েটি!
আকাশ জুড়ে যখন মেঘ ডাকত
দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলত–
দাদা,আমার ভয় করছে দাদা
দুহাতে বুকে টেনে নিত অমল
কপালে চুমো এঁকে বলতো—ভয় কিরে!আমি তো আছি,
বিনুটা চোখ বন্ধ করে বুকের মাঝে মিশে যেত
টপটপ করে জল গড়িয়ে পড়ে অমলের
আজও অপেক্ষায় থাকে অমল
পশ্চিমাকাশ যখন লাল হয়ে আসে
অপরাহ্ণের শেষ আলোটুকু মুছে নিয়ে বলাকা ঘরে ফেরে উৎকর্ণ হয়ে থাকে — ঐ বুঝি বেল বাজে!
চিরচেনা সেই কন্ঠস্বর– অমল! কোথায় তুমি
সেই শব্দ আর আসে না
বাবার গায়ের সেই নির্ভরতার গন্ধ কোথায় হারিয়ে গেছে!
আজও অপেক্ষায় থাকে অমল
রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খুঁজে চলে
সুধা মা বিনু আর বাবারে
চাঁদ এসে বলে— ঘুমো এবার,
হারায় নিকো কিছু
সব আছে হৃদয়ের গভীরে, জীবনের প্রবহমানতায়…
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
সাহিত্যকে ভালোবেসে কিছু লেখার চেষ্টা। কখনো তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত প্রান্তে আমার জন্ম। গ্রামবাংলার মেঠোপথে কেটেছে শৈশব। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। রামকৃষ্ণ মিশনে তা এক ভিন্ন মাত্রা পায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বিদ্যাসাগর রিসার্চ সেন্টার আয়োজিত বিদ্যাসাগর প্রবন্ধ প্রতিযোগিতায় দুবার বিদ্যাসাগরের দৌহিত্র শ্রদ্ধেয় সন্তোষ কুমার অধিকারীর হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য হয়েছে। শিক্ষকতাকে ভালোবেসে প্রায় ৩৪ টা বছর কেটে গেছে। প্রধান শিক্ষক হিসেবে অন্যতম প্রাপ্তি “দ্রোণাচার্য্য” পুরস্কার। ভালো লাগে পড়তে, লিখতে আর মানুষের মাঝে সময় কাটাতে। আর তাই সৃষ্টি “মনীষী চর্চা কেন্দ্রের” যা মানুষের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মনন গড়ে তুলতে সদা সচেষ্ট। সাহিত্যের মাঝে বুক ভরে শ্বাস নেওয়াতেই আমার আনন্দ …