নিমন্ত্রণ
-বিকাশ চন্দ্র মণ্ডল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
তোমার বাড়ি শহরে বন্ধু
আমার বাড়ি,পাড়া গাঁয়ে।
আসবে তুমি, আমার বাড়ি
নদী পেরোতে চড়বে খেয়া নায়ে।
সবুজের বাহার দেখতে পাবে
এলে নদীর দুই পাড় ধরে।
পাখ – পাখালির কূজনেতে
মনে যে তোমার যাবে ভরে।
সারি ধানের সরু চিড়ে দেব
বাগানের কাঁঠালি কলা মেখে।
মৌরলা মাছের টক খাওয়াবো
কেমন লাগে দেখবে তুমি চেখে।
ঐ শহর তোমার অনেক ভালো
সাজানো – গোছানো সুন্দর প্রকৃতি।
আমার গাঁয়ে পাবে কবি গানের লড়াই
গাজনে আলকাপ, যাত্রা, লোকগীতি।
নিত্য সাঁঝে তুলসী তলায়
লক্ষীপাঁচালী পড়ার রীতি।
গাঁয়ে ফোটে হরেক রকম ফুল
শাপলা,পদ্ম, পলাশ, কাশ, শিমূল ।
এসো বন্ধু তুমি আমার গাঁয়ে
তোমাকে করি সাদর আমন্ত্রণ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম ভারত, পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।
গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।
কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত আছেন।
শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।
প্রথম কাব্য গ্রন্থ অনুভব ,অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । এপার ওপার দুই বাংলার অনলাইন ও অফলাইন একাধিক সাহিত্য পত্রিকায় কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
অবশ্যই যাবো।