ডেঙ্গুর প্রতিকার
-সঞ্জয় টুডু
≈≈≈≈≈≈≈≈≈
মশা বাহিত ডেঙ্গু জ্বর,
বাংলা জুড়ে পড়েছে শোরগোল।
জমানো জলেই বাঁধে তাঁবু ,
ছোট-বড়ো সবাই, তার অত্যচারে কাবু।
পুরানো টায়ার,ডিম ও ডাবের খোলা,
তার প্রিয় বাসস্থানই মানবজাতির জ্বালা।
পরিত্যক্ত ব্যাটারির সেল,পিচের ড্রাম,
অব্যবহৃত পাত্রের নেই কোনো দাম।
জমায়িত নর্দমা ডোবার জলে,
এডিস মশা বংশ বৃদ্ধি করে হেসেখেলে।
বাড়ির চারিপাশে রাখো পরিস্কার,
ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া খুবই দরকার।
কেটে ফেলো ঝোপঝাড়,
অপসারণ করো জঞ্জাল।
জল যেন না জমে,
ডেঙ্গু যাতে ক্রমশঃ কমে।
ঘুমাতে যাওয়ার আগে মশারী টাঙাও,
শরীরকে সুস্থ রাখতে এডিস মশা ভাগাও।
হঠাৎ করে যদি আসে কোনো জ্বর,
সঙ্গে সঙ্গেই করো তাহার কদর।
মাথা,পেশী,গাঁটে-পেটে,ব্যথা হয় চোখের পিছন,
নাক,মুখ,মাড়ি থেকে হয় রক্ত ক্ষরণ।
ডেঙ্গু জ্বরের যে নানা রকমের ধরন।
হামের মতো বুকে পিঠে ফুসকুড়ি,
ডাক্তারখানা যাও তড়িঘড়ি।
সঠিক সময়ের চিকিৎসায়,
ডেঙ্গু থেকে মুক্ত হওয়া যায়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি ঃ-
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম ‘নীরব বৃক্ষ’।