চৈতন্যের অন্যপ্রহর

-গণেশ পাল

∞∞∞∞∞∞∞∞

গুড়িগুড়ি বাতাসে

রূপ রস পরিমাণ

জীবন পার্থক্যের শেষ ইচ্ছা কি ?

পানপাত্র হাতে নিয়ে ভাবি ।

তৃষ্ণায় পানপাত্র চুমুক দিতে দিতে

কোন্ শ্লোকের উইল

কখনো কখনো ময়ুরপুচ্ছে

কবিতা হয়ে ভাগাভাগি করে ?

জীবনের চাতালে

কখন যেন চন্দনাপাখিটা

একসময়

জল পড়ার শব্দে

চৈতন্য খুঁজে ফিরে তার সেই

চৈতন্যের অন্যপ্রহরে ।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ;

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ১৯৫০ সালের ০২ জুলাই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি । শিক্ষা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি। লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার একক প্রকাশিত বইয়ের সংখ্যা মোট দশটি ।তাহলো :-১ টি কাব্যগ্রন্থ ৬ টিগল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*