জঞ্জাল
-মোঃ জাকির হোসেন
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
বাঁশের চেয়ে কঞ্চি বড়,
নদির চেয়ে খাল-
দুই চক্ষু মেলিয়া দেখি
ছাগলে চাঁটে বাঘের গাল।
নেশাক্ত দেহের কাঁপা কাঁপা হস্তে
কলমের খোঁচায় পরিত্যক্ত কাগজে
লিখেই, স্বকন্ঠে উচ্চস্বরে আওয়াজ তুলে-
হেসেই চলেছে কলি যুগের উন্মাদ!
আবাস স্থল ঠিক করে রেখেছে ডাস্টবিনের নর্দমার পাশেই।
লড়াই তার কুকুকুরের সাথে-
অহংবোধ যখন শুদ্ধ সংস্কৃতির মস্তিস্কে,
জপমালার অঙ্গুলি যখন অবৈধ উপার্জনের পথ খুঁজে,
বয়ান যখন ধাঁয় অনুর্বর মেধা শক্তির বিপরীতে,
মঞ্চ কাঁপিয়ে মানুষের স্রোতধারা যখন আঁধারে ঠেলে-
তখন উন্মাদই আসল চরিত্র হওয়া একান্তই দরকার!
নাহলে খাল, নদি, ডোবা অথবা পরিত্যক্ত শহরের উপকন্ঠে-
পড়ে রইবে কলম, কিছু কাগজ, কিছু মস্তিস্কের ঘিলু,
নিঃসাড় অপলক তাকিয়ে থাকা উচু আকাশের সাত আসমানের পানে-
বক আর কাকের যুদ্ধ যখন ক্ষুধার সাগরে,
মনুষ্য প্রাণির লড়াই তখন নেড়ি কুত্তার সাথে,
প্রকৃতির ভারসাম্যহীনতায় জীবন চলে ঘড়ির পেন্ডুলামের মত!
কখনও ডান, কখনও বাম!
এভাবেইতো চলছে-
চলছে বলেই আরও কিছু উন্মাদ আরও কিছু পরিত্যক্ত কাগজ,
আরও কিছু ডাস্টবিনে ফেলে দেয়া কবিতার পংক্তি,
হাসতে হাসতে বলে-
বাঁশের চেয়ে কঞ্চি বড়,
নদির চেয়ে খাল-
দুই চক্ষু মেলিয়া দেখি
ছাগলে চাঁটে বাঘের গাল।।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
তারিখ- ২০/১০/২০২৩