মানুষ কবে মানুষ হবে

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

চলছে অসম সমর, জ্বলছে ঘর বাড়ী অফিস আদালত,

কাঁদছে মানবতা, নীরব দু’মুখো মানবতার ফেরিওয়ালা।

যুগযুগ মানুষ হয়ে মানুষের ঘাতক করে বড়াই অবিরত,

আধিপত্যবাদের বিশ্বাসী মানুষ সৃষ্ট ধর্মের ফেরিওয়ালা।

পুড়ছে ফসল ফেলছে জলে, গড়ছে কৃত্রিম দুর্ভিক্ষ যে,

করছে মারনাস্রের প্রতিযোগিতা, মরছে যে মানুষ সবে।

কে রুখে কারে, জোর যার মুল্লুক তার ভাবে ধরায় হে,

ভোলে অজ্ঞাত ক্ষণ আয়ুষ্কাল সহনশীল বসবাস ভবে।

কালে কালে সত্য মিথ্যার লড়াই মুখোশধারীদের বড়াই,

কিবা হবে মিছিল করে, তোমার কথা শুনছে কে ধরার!

কোন আত্মসমালোচনা নাই, স্বার্থবাদে দোষারোপ পাই,

কী হবে কবিতা লিখে,তুমি ছাড়া পড়ছে কেবা তা আর।

এক স্রষ্টা এক পৃথ্বী, আমরা নশ্বর মানুষ, সত্য অবরুদ্ধ,

কেন আজও ধর্মে ধর্মে রাষ্ট্রে রাষ্ট্রে বর্ণে বর্ণে জাতিভেদ!

কোথায় বিশ্ব বিবেক, কোথা মনুষত্ববোধ, বন্ধ কর যুদ্ধ,

চাই দেখতে মানুষে মানুষে জীবন ধারণে মৌল অভেদ।

কোথাও ভূমিকম্প, কোথা ঘূর্ণিঝড়, কোথা জলোচ্ছাস,

প্রকৃতির বিপর্যয় হতে ভয়ঙ্কর মানুষের বিষাক্ত ছোবল।

জীবন মরণ, ভোজন ক্রন্দন, আশা ভালবাসা’র নির্যাস,

মরণ জেনেও কেন যুদ্ধে, কেন অনৈতিক জোর দখল?

রকেট ছুটছে খুলি উড়ছে, শিশু কাঁদছে ধর্ষিতা হাসছে,

লজ্জিত পৃথিবী, লজ্জিত কবি, মানুষ কবে মানুষ হবে?

খাবার নেই, বিদ্যুৎ নেই, জল নেই, বল নেই তবু লড়ছে,

নৈতিক মননশীল হতে কবে সাম্য পাবে, কবে মুক্ত হবে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ, ঢাকা, বাংলাদেশ 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*