বিজয়া

-সত্যজ্যোতি রুদ্র

≅≅≅≅≅≅≅≅≅≅

কৈলাস বাসিনী দুর্গতি নাশিনী

মায়া মোহ বন্দিনী,

ফিরে গেলে মাগো অভয় দাত্রী

গিরিজায়া নন্দিনী।

ধরায় আসিয়া মাগো উমা তুমি

জাগালে মর্ত্য ভূমি,

শারদোৎসবে মাতালে ভুবন

শিশিরে নয়ন চুমি।

পলকে পলকে হেরিনু তোমার

মধুর মূরতি খানি,

অঞ্জলি দিয়ে তব পদতলে

গেয়ে যাই আবাহনী।

আবার আসিবে ভুবন হাসিবে

নাচিবে গাহিবে সবে,

আলোয় আলোয় জাগিবে ধরণী

নন্দিত হবে তবে।

কমল-কোরক ফুটিবে আবার

এমনি শারদ দিনে,

তব আগমনে গাহিবে আবার

বাজিবে লহরী বীণে।

বিজয়ায় মাগো বিজিত হলাম

তব পূজারতি করি,

আশ্রিত জনে অভয় দানিলে

দশপ্রহরণ ধরি।

নন্দিত কাননে সুবাস ছড়িয়ে

জাগালে জগৎ মাতা,

তব করুণায় ঢালিলে আশীষ

সাজিয়ে অভয় ত্রাতা।

মৃন্ময় মাঝে চিন্ময় হেরি

বোধনে হৃদয় মাতে,

আসিবে স্বরূপে ধরনীর পরে

এমনি শারদ প্রাতে।

≅≅≅≅≅≅≅≅≅≅

পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র, সহকারি শিক্ষক,

কণ্ঠশিল্পী,সুরকার ও গীতিকার

চকোরিয়া, কক্সবাজার।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*