বেখেয়া‌লী মন

-খন্দকার আরশাদুল বারী

∞∞∞∞∞∞∞∞∞

বে‌খেয়ালী মন আমার

থা‌কে তোমার খেয়া‌লে ।

ঘুম থে‌কে উ‌ঠে যখন দে‌খি

ডান পাশটায় তু‌মি নেই

হৃদয় আমার অজানা শঙ্কায় হু হু ক‌রে কে‌দে ও‌ঠে।

অ‌ফিস থে‌কে ফি‌রে সারা‌দি‌নের ক্লান্ত শরী‌রে

দরজার সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে তালা ঝুলা‌নো যখন দে‌খি

চোখ দি‌য়ে নিঃশ‌ব্দে পা‌নি বে‌য়ে গাল ভি‌জি‌য়ে দেয়।

চল‌তি প‌থে হঠাৎ কোকড়া চু‌লে কেউ গে‌লে

তু‌মি ভে‌বে যখন আবার তাকাই

লজ্জায় মা‌টির সা‌থে মি‌শে যে‌তে মন চায়।

এ‌ক একটা জন্ম‌দিন যখন আ‌সে

তোমার পাঠা‌নো সেই এক পিস কে‌কের কথা

আমা‌কে ম‌নে ক‌রি‌য়ে দেয় তু‌মি এখন অন‌্য আকা‌শে।

চাই‌নি‌জে গে‌লে সেখানকার আ‌লো আধা‌রি প‌রি‌বেশ

ম‌নে ক‌রি‌য়ে দেয় আমা‌দের একসা‌থে বসার কথা

বের হ‌য়ে আ‌সি, খাওয়া আর হয় না।

এখনও নাট‌কে কোন না‌য়িকা‌কে কাঁদ‌তে দেখ‌লে

ম‌নে হয় তোমার ঘ‌রে জানালার গ্রিল ধ‌রে

তু‌মি কাঁদ‌ছো আর আ‌মি গে‌টের বাই‌রে অসহায়।

এখনও ক‌্যাম্পা‌সে বৃ‌ষ্টি‌তে ভি‌জে

কাউ‌কে ঝগড়া কর‌তে দেখ‌লে ম‌নে হয়

কলাভব‌নের রাস্তায় এক‌দিন তু‌মিও ভি‌জে‌ছি‌লে।

সি‌নেমায় গোপন বাসর দে‌খে ভা‌বি

আমা‌দেরও স্বপ্ন ছি‌লো, ভে‌ঙ্গে গে‌ছে!

তোমার জগ‌তে অন‌্য কেউ,

আমারটা তু‌মি ঘেরা।

ভালবা‌সি আজও তোমাকে,

তু‌মি অন‌্য কারও প‌রিনীতা।

∞∞∞∞∞∞∞∞∞

ক‌বি পরিচিতি- 

খন্দকার আরশাদুল বারী, প্রভাষক, পীরগঞ্জ সরকা‌রি ক‌লেজ, ঠাকুরগাঁও। স্থায়ী ঠিকানাঃ পীরগঞ্জ, রংপুর। পড়া‌শোনাঃ ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে স্না‌তো‌কোত্তর পাশ।

1 thought on “বেখেয়া‌লী মন -খন্দকার আরশাদুল বারী

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*