লক্ষ্মী মা তুই ভরসা

-পীতবাস মণ্ডল

≅≅≅≅≅≅≅≅≅

একটি বছরের অপেক্ষা শেষে

আবার এলি মা তুই গরীবের কুটিরে ,

কোন খানে যে তোর পেতে দিই আসন !

সেই ভাবনায় কুন্ঠিত হই নিঃস্ব অন্তরে ।

জরাজীর্ন মাটির এই ছোট্ট কু্ঁড়েঘর

আমার দিন গুঞ্জরনের সহায় সম্বল ,

কি দিয়ে তোর এঁকে দেবো আল্পনা

কোথায় পাবো রাঙচেলি আর শুভ্র চন্দন ।

কোজাগরীর পূর্ণিমা চাঁদ আমার

ভগ্ন কুঠিরে ছড়ায় স্নিগ্ধ আলো ,

সেই আলোতেই পেতেছি জলভরা ঘট

আলতা রাঙা পায়ে এসে সুখের প্রদীপ জ্বালো ।

ধান,দুর্বা, জল,বাতাসায় সাজিয়েছি নৈবেদ্য

তোর পূজোর সীমিত আয়োজন ,

নেই সামর্থ নেই নানাবিধ সমারহের ঢল

নয়নের জলে দিলাম তোকে ভক্তির উপঢৌকন ।

তোর কৃপায় ধন্য হবে মোর প্রাণ

করুণা ধারায় দুঃখ ভুলবে জীবন ,

মন্ত্র তন্ত্র কিছুই জানিনা মা তোর

চলার পথে দিনে রাতে তোকে পুজি সারক্ষণ ।

জীবনের ভার সইতে পারি না আর

নিদারুণ অনটনে এজীবন জেরবার ,

অন্তরে আছে তোর প্রতি অগাধ বিশ্বাস

তুই নাকি মা করুণাময়ী দুঃখ লাঘব সবার ।

দুঃখীর ঘরে চরণ রেণুর চিহ্নটুকু তোর

আমার স্বল্প সঞ্চয়ের গচ্ছিত মুনাফা ,

করিস না ছল দিয়ে শুধু নিরাশায় নিস্ফল

দুঃখের ঘরে সুখ কিনতে লক্ষ্মী মা তুই ভরসা ।

≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল । গ্রাম+পোঃ – যোগেশ গঞ্জ , থানা হিঙ্গল গঞ্জ উঃ ২৪ পরগনা । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*