অপূর্ণ প্রেম

-বিনয় জানা

∼∼∼∼∼∼∼∼∼

এক বুক আশা নিয়ে

জ্বালিয়ে ছিলাম দীপ,

তেল ভরে ছিলে তুমি!

আমার ভরসা ছিল—

ঝড় তুফান যাই আসুক,

আগলে রাখবে তুমি!

সেই তুমি এক ফুঁয়ে—

নিভিয়ে দিলে সে দীপ!

চলে গেলে অবহেলা ভরে!

সেই তুমি চলে গেলে–

আমার মৃত মন মাড়িয়ে!

একবারো দেখলে না ফিরে!

আজো পড়ে আছে লাশ;

অন্তেষ্টি হয়নি এখনো!

হবেও না কোনো দিন!

আমি প্রতিদিন যাই–

“একটা করে গোলাপ রাখি,

চুপচাপ ফিরে চলে আসি”!

∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি:

নাম: বিনয় জানা, ঠিকানা:, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বরদহ, জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ. প্রাক্তন উপ-প্রবন্ধক (সুরক্ষা বিভাগ), NTPC, KhSTPS, Kahalgaon, Bhagalpur, BIHAR. বর্তমানে অবসর প্রাপ্ত, গৃহবাসি। সাহিত্যের একনিষ্ঠ পাঠক। মূলত: কবিতার পাঠক। পড়তে ভাল লাগে, তাই পড়ি। তবে, এই ক্ষুদ্র জীবনে দীর্ঘ পথ চলতে চলতে কাজের ফাঁকে বিভিন্ন প্রজেক্টের হাজার হাজার শ্রমিক কর্মচারীদের মধ্যে থেকে বিভিন্ন সময়ে যা যা সঞ্চয় করতে পেরেছিলাম ও বর্তমানে গ্রামের সাধারণ মানুষের মধ্যে থেকে যা যা সঞ্চয় করতে পারছি; সেই সব সঞ্চয় নিজের মতো করে কবিতার ভাষায় লিখে সবার সামনে নিবেদন করি। সবার ভালো লাগলে আনন্দিত হই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*