অজস্র আলো
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
অজস্র আলো নিয়ে চাঁদ সেজেছে আজ এ সন্ধ্যাকাশে,
অজস্র আবির জড়ো হয়েছে, যেন সে আকাশের পাশে।
এবার এসো মধুময় বাতাস, অবারিত আঁধার সাঁঝে,
সন্ধ্যা তারারা, ওই সুখ খুঁজে পায় যেন তারই মাঝে।
আকাশ আলোকিত করে, নিশিথে নির্জনে শশী,
অষ্পষ্ট ছায়ায় প্রভাতে কত মালা হয়ে যায় বাসি।
শতাব্দীর তারার স্মৃতিগুলো থাকে যেন গগনে নুয়ে,
বিষন্ন বর্ষায় আবার সেই স্মৃতিগুলো যায় যেন ধুয়ে।
দুঃখীর এই কুটীরে, আকাশের চাঁদ তুমি এসো একবার,
রাত্রির দুয়ারে বসে অন্ধকারে সে আলো দেখি বারবার।
অফুরন্ত বিলাস পটভূমিকায়, আকাশ শুধু থাকে না,
স্বপ্নের প্রকৃতির মাঝে দিয়ে যায় ঝড় তুফান বেদনা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ