গানের মালা

-টিনা ব্যানার্জী

≅≅≅≅≅≅≅≅≅

জল আলো বাতাস মাটি

সবই প্রকৃতির দান,

প্রকৃতি তার প্রেমের সুরে

ভরিয়েছে মনো প্রাণ।

ফলে ফুলে দিয়েছে ভরিয়ে

গাছের ডাল পালা,

পাখি ভ্রমরের গুনগুন স্বর

যেন গানের মালা।

এই সবই তো প্রকৃতির প্রেম

মানুষ যদি না বোঝে,

সবকিছু ফেলে ইট পাথরে

নিজের সুখ সে খোঁজে।

≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

টিনা ব্যানার্জী, জন্মস্থান – হাওড়া জেলার সাঁতরাগাছি তে। বিবাহ সূত্রে এখন বর্তমানে বরানগরের বাসিন্দা। পিতা -স্বর্গীয় গৌতম ব্যানার্জী, মাতা -কেকা ব্যানার্জী

স্কুল – সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক পাশ করে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন থেকে এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে।

লেখালেখি – বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন ইত্যাদি।

২০২৩ সালের আগস্ট মাসে প্রকাশিত হয় নিজস্ব সংকলন আমার উপন্যাস

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*