বিশ্বাস
-জান্নাতুন নাঈম
⇔⇔⇔⇔⇔⇔⇔
বিশ্বাস মানুষের মূলধন,,
তাই বিশ্বাস থাকা অতি প্রয়োজন।।
বিশ্বাসে টিকে থাকে ঘর সংসার,,
বিশ্বাস ছাড়া দেখো
ভালোবাসা প্রীতি সুখ নেই কিছু আর।।
অচেনা ছেলের নামে প্রস্তাব এলে,,
কতটুক চেনা যায় ছেলেটিকে মূলে।।
তবুও পিতামাতা তুলে দেয় তার মেয়েকে,,
তারপরও মেয়ে সুখী হয় যদি বিশ্বাস থাকে।।
ছেলেটিও ঠিক মেয়েকে জানে কতটুক
পরিবার দেখে এসে সম্মতি দেয়,,
মেয়েটির স্বভাব কেমন জানেনা সে
বিশ্বাসে তবু্ও তাকে মেনে নেয়।।
তারপর ও বিয়ে হলে ঠিক
বহু আছে ভিন্নতা দুই জনের মাঝে,,
যদি তারা হয় নমনীয়
মিল আসা শুরু করে উভয়ের কাজে।।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবির পরিচিতি ঃ
নামঃ জান্নাতুন নাঈম
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স
পেশাঃ শিক্ষিকা (অবসরে লেখিকা)
দাগনভূঞা – ফেনী
বাংলাদেশ।