আমার গ্রাম
-শ্রী স্বপন কুমার দাস
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
চারদিক শাল জঙ্গল ঘেরা
সহজ সরল লোকের বাস,
সুন্দর মনের মানুষে ভরা
সমৃদ্ধ গ্রামটি মাটির দাস।
পলিমাখা জমি মাটির বুকে
হরেক রকম আনাজপাতি,
সোনালি ফসল ধানের শীষে
সূর্য কিরণ মনোরম অতি।
উত্তরে তটিনী সুবর্ণরেখা
কলকল রব গর্জন তার,
জমি জায়গা উর্বর পলিমাখা
কাশবন ঘেরা সুদৃশ্য পাড়।
সুবর্ণ রেখার সুবর্ণ মাছ
রুই কাতলা ইলিশ গলদা,
পাবদা বাটা শলং জরাল
খাওয়ার স্বাদটাই আলাদা।
সবুজ বনানী পাখিরালয়ে
পরিযায়ী পাখির মুক্ত ধাম,
স্কুল কলেজ পার্ক সমন্বয়ে
সুসজ্জিত স্থান আমার গ্রাম।
ব্যোমনীলিমা সারস্বত মন্দির
আমাদের গ্রামীণ পাঠাগার,
লক্ষাধিক পুস্তক সংরক্ষিত
সদস্য সংখ্যা কয়েক হাজার।
রামায়ণ মহাভারত গীতা
কোরান বাইবেল কতকিছু,
গল্প কবিতা পাঠ্যবই সাথে
পাঠক মনোরঞ্জন সবকিছু।
রসিকানন্দ স্টেডিয়াম পাশে
সুপার স্পেশালিটি হাসপাতাল,
শাল জঙ্গল মুক্ত পরিবশে
দাপিয়ে বেড়ায় হাতির পাল।
নদীর ধারে শান্ত পরিবেশে
সুদর্শন গোপীবল্লভ ধাম,
জগন্নাথ রাধাগোবিন্দ স্পর্শে
ধন্য গোপীবল্লভপুর গ্রাম।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবি শ্রী স্বপন কুমার দাস কবিতার সাথে যুক্ত ১৯৭৮ সাল থেকে। জন্ম ১৯৬৩ সাল পিতা-সন্তোষ কুমার দাস মাতা কল্যাণী দেবীর গৃহে পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে।