মহাকাল তলে
-বেলাল উদ্দীন
≅≅≅≅≅≅≅≅≅≅
আর নয় হেলা ডুবে যায় বেলা
কি করেছো তুমি ভবে?
ভুবনেতে এসে গেলে আজ ফেঁসে
ভেবেছ কি হায় সবে?
ভাবনার বশে কামনার রসে
বাজিয়েছ প্রেম বীণ,
রঙরসে তুমি মাতিয়েছ ভূমি
কেটে দিলে সব দিন।
প্রাণপাখি হায় কখন যে যায়
খাঁচা ভেঙে ওই পারে,
পাবে নাতো ফিরে জগতের নীড়ে
তুমি তাকে বারে বারে।
ভালো কিছু স্মৃতি রেখে যাও প্রীতি
মরিলে স্মরিবে লোক,
ভুবনের মাঝে স্মরণীয় কাজে
ভালো কিছু করো যোগ।
হিসেবের খাতা শূন্যের পাতা
ভরাও পুণ্য দিয়া,
মহাকাল তলে পুণ্যের ফলে
পূর্ণ তো হবে হিয়া।
≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
বেলাল উদ্দীন, পিতা- মৃত- বন্দে আলী মিয়া, গ্রাম- চিকনমাটি, উপজেলা – ডোমার, জেলা – নীলফামারী।
জন্ম তারিখ -২১ ডিসেম্বর ১৯৬৩ ইং। কবি ছোটবেলা হতেই সাহিত্য অনুরাগী ছিলেন।২০১৭ সাল হতে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন সাহিত্য গ্রুপে তিনি কাব্যচর্চা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে কবির যৌথ কাব্য গ্রন্থ বঙ্গ জাতির বঙ্গ পিতা, রূপসী বাংলা, বাংলা ও বাঙালি, পল্লী বধূ ও একক কাব্যগ্রন্থ ” কবিতার স্মারকলিপি ” প্রকাশিত হয়েছে।