শ্যামল বরণ রূপ

-মোঃ রজব আলী

≈≈≈≈≈≈≈≈≈≈

কত আশা মনে সর্বক্ষণে

হব স্বদেশের কবি,

শ্যামল বরণ রূপের কিরণ

আঁকব মায়ের ছবি।

বাংলার ভূমি মাতা হও তুমি

বাস করি তব বুকে,

খেয়ে তব জল নানাবিধ ফল

আছি সবে অতি সুখে।

গাছে গাছে পাখি করে ডাকাডাকি

কিচিরমিচির করে,

আছে নানা ফল নদী ভরা জল

খায় তারা পেঠ ভরে।

জগতের মাঝে আছ নানা সাজে

পাহাড় ঝর্ণা কত,

নীলিমার শোভা কত মনোলোভা

দেখিতে ইচ্ছা শত।

মাঝি গায় গান হরে কত প্রাণ

কুলবালা যত নারী,

দেখলে তাহার রূপের বাহার

প্রাণটি নেয় যে কাড়ি।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি মোঃ রজব আলী, পিতামৃতঃ শুকুর আলী মোড়ল, গ্রামঃ গ্রামটিলাগাঁও, ইউপিঃ সুরমা, পোস্টঃ, থানাঃ, উপজেলাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*