বিবর্তনের ফল

-শিবানী সাহা

∞∞∞∞∞∞∞∞∞

আদিম যুগের মানুষ ছিল বর্বর

বনে জঙ্গলে ঘুরে বেড়াতো ছিল না ঘর,

দলবদ্ধ ভাবে গুহায় বাস করতো তারা

ছিল না কোন ভেদাভেদ ছিল না পর।

পাথরে পাথর ঠুকে তারা জাগালো ফুলকি

সেই থেকে শুরু আগুনের আবিষ্কার,

ছাল বাকলার বসন ছেড়ে সভ্য হলো

দুনিয়াটাকে দেখল নতুন করে আবার।

বানরের পরিবর্তিত রূপ নাকি মানুষ

সকলেই সে কথা আজ বলে,

যুগ যুগ ধরে ক্রম বিবর্তনের ফলে

মানুষ সভ্যতার ইতিহাস এগিয়ে চলে।

নানা আদিম ভাষায় তারা বলতো কথা

অশিক্ষিত ছিল সবাই জানতো না পড়া লেখা,

ইতিহাসের পৃষ্ঠা উল্টালে জানতে পারি

প্রকৃতির সাথে লড়াই করে সবকিছু শেখা।

শিক্ষা দীক্ষায় মানুষ আজ শ্রেষ্ঠ জীব

নিত্য নতুন আবিষ্কার করছে অবলীলায়,

আত্ম অহংকার ও দম্ভের কবলে পড়ে

মেতেছে রক্তক্ষয়ী যুদ্ধ ধ্বংসলীলায়।

হিংসা প্রতিহিংসা বর্বরতায় মেতে

মানুষ মানুষকে করছে খুন,

হারিয়ে ফেলছে ধৈর্য শক্তি মানবিকতা

হারিয়ে ফেলছে সকল মহৎ গুণ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

কবি শিবানী সাহার জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।ছোট বেলা থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগ। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসে। বর্তমানে সে হুগলি জেলার কোন্নগরে বাস করে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*