স্বপ্নের উড়ান
-পুষ্পিকা সমাদ্দার
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কল্পনার জগতে পাখা বিস্তার করে যাই দূর দেশে,
মননে স্বপ্নের জালবুনে ভেসে বেড়ায় আবেশে।
সন্তপর্ণে উজ্জীবিত হোক হৃদয়ের কতক কল্পনা,
স্বপ্নের উড়ানে নেই কোনো বাধা নিষেধ মানা।
হৃদয় কাননের পাখনার অগভীর তলদেশ,
এই আছি এই নেই লাগে ভারি মজার ও বেশ।
স্বপ্ন দেখতে ভালোই লাগে সত্যির জন্য যুদ্ধ,
যতক্ষণ না হবে পূরণ ক্ষতি নেই হওনা বৃদ্ধ।
উড়তে উড়তে সব স্বপ্ন হয়না যেন ফিকে,
দূরন্ত আশাগুলো পূরণ করতে মানুষ স্বপ্ন দেখে।
অভিলাষ ক্রমবর্ধমান যেইক্ষণ বাস্তব জগতে ,
স্বপ্নতো আর স্বপ্ন নেই এবার সত্যি হবে আমার মতে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি–:
পুষ্পিকা সমাদ্দার কলকাতা নাকতলা অঞ্চলে নিবাস লেখালেখি সঙ্গীত চর্চা ও সমাজসেবা মূলক কাজের সনে নিযুক্ত,শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজারে স্কুল কলেজ শেষ করে বিবাহসুত্রে এখন কলকাতার নিবাসী, সাহিত্যের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে কবিতা পড়তে লিখতে ভীষণ পছন্দ করি।