প্রণমী তব চরণে

-তনুশ্রী বসু (পাত্র)

≈≈≈≈≈≈≈≈≈≈

প্রণিপাত করি তব চরণে মোরা।

মূর্খ অশিক্ষিত দেশবাসী তব

১৩৫ তম জন্মদিনে ফুল মালায়

সাজাই তোমায় রূপে নব নব।

শিশুদের কথা ভেবে তুমি লিখেছিলে

বহু রকমের ছড়া আবোল তাবোল

হুঁকোমুখো হ্যাংলা, কুমড়োপটাস, হাঁসজারু

মনেপড়ে শিশুকালে হয় সব গন্ডগোল।

তুমি একাধারে শিশু সাহিত্যক, কবি

ছড়াকার, নাট্যকার, সম্পাদক

আমাদের শৈশব ভরিয়ে দিয়েছিলে

মোদের মনের আনন্দের ধারক বাহক।

জন্ম তব ১৮৭৮ সালের ৩০শে অক্টোবর

জগৎ বিখ্যাত রায় পরিবারে

তব পরিবারের গুণীজন আছে বহু

মনুষ্য সমাজে দাঁড়ায়ে সারে সারে।

তুমি ছিলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর

সুযোগ্য পুত্র এই বাংলায়

ভবিষ্যতে সত্যজিৎ রায় বংশধর তোমার

মুখ উজ্জ্বল করেছে বিশ্বসভায়।

চির ঋণী তোমার মত গুণীজনের কাছে

দেশে বিদেশে মস্তক উন্নত হয়

গর্বে বুক ভরে ওঠে জগৎ মাঝারে

উন্নত শিরে কথা বলি নির্ভয়ে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি :-

সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে তুলে ধরার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকেই। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*