অভিলাষ (২)

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈

আমি ছিলাম হত দরিদ্র

তুমি ছিলে রাজকন্যা;

লক্ষ্মীর বাস তোমার ঘরে

বইত সুখের বন্যা!

আমি তখন শেষ আঠারো,

তুমি এগারো-ই হবে;

হঠাৎ এসে আগ বাড়িয়ে

বললে-“হাত ধরবে”?

হকচকিয়ে ধরে ছিলাম

বাড়িয়ে দেওয়া হাত;

সেদিন থেকেই শুরু হল

রোজ সন্ধ্যার সাক্ষাৎ!

অনেক হাসি অনেক মজা

সাক্ষী সাঁঝের আকাশ;

তারপর যা যা ঘটে গেছে

আজ সব ইতিহাস!

তোমার নিয়ে ঘর বাঁধব

মনে ছিল এই আশ;

নিরাশ করে চলেই গেলে

ব্যার্থ হল অভিলাষ!

≈≈≈≈≈≈≈≈≈

পরিচিতি:

নাম: বিনয় জানা, ঠিকানা:, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বরদহ, জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। প্রাক্তন উপ-প্রবন্ধক (সংরক্ষা বিভাগ), NTPC, KhSTPS, Kahalgaon, Bhagalpur, BIHAR. বর্তমানে অবসর প্রাপ্ত, গৃহবাসি। সাহিত্যের একনিষ্ঠ পাঠক। মূলত: কবিতার পাঠক। তারপর, ক্ষুদ্র জীবনে দীর্ঘ পথ চলতে চলতে বিভিন্ন সময়ে যা যা সঞ্চয় করতে পেরেছিলাম ও পারছি; সেই সব সঞ্চয় নিজের মতো করে কবিতার ভাষায় লিখে সবার সামনে নিবেদন করি। সবার ভালো লাগলে আনন্দিত হই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*