মহাপ্যাটকা বিল
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼
আমার গ্রামে আছে যে এক
মস্ত বড় বিল,
নামটি তার মহাপ্যাটকা
এক, গুচ্ছ পুকুরের ঝিল!
বিলটি যে এক বহুরূপী
বর্ষায় সাঁজে হ্রদে,
জলরাশি ঢেউ খেলে যায়
হাওয়ার দুষ্টুমিতে!
ডেঙ্গি নৌকায় নৌবিহারে
মন হারিয়ে যায় বিলে,
জোসনা রাতের জলের ঝলকে
বিষাদ যাই ভুলে!
শাপলা ফুলের হলুদ সাদায়
বিলের জল হাসে,
শালুক পল্লব, কচুরিপানা
বিলের জলে ভাসে!
দেশী মাছের আনাগোনায়
আসে শীতের পাখি,
দেশাল পাখির নিমন্ত্রণে
জুড়ায় তাদের আঁখি!
বর্ষা শেষে নেমে আসে
নানান জাতের মাছ,
বিলের পুকুরে চষে বেড়ায়
বক, পানকৌড়ি আর হাস!
বিলটি শুধু মাছ পাখির নয়
তিরঞ্চ গাঁয়ের ফুসফুস,
শীতল হাওয়ায় গা এলিয়ে
ঘুমায় গাঁয়ের মানুষ!
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।