প্রাপ্তি অপ্রাপ্তি

-খন্দকার আরশাদুল বারী

∞∞∞∞∞∞∞

রিক্ত হস্তে এসেছিলাম ধরণী `প‌রে

শূন্য হাতেই যাচ্ছি চলে দুনিয়া ছেড়ে।

মাঝখানেতে জড়িয়েছিলাম মিথ্যে মোহ মায়ায়

হি‌সে‌বে‌তে বসে দেখি শুন্য, পাওনা খাতায় ।

নিজকে ছেড়ে পরকে আমি আপন করিলাম

চোখের জলে মনঃস্তাপে ডুবে মরিলাম ।

প্রাপ্তি ও অপ্রাপ্তির খাতাখানায় বেজায় গরমিল

হিসাব কষতে গিয়ে দেখি সময় যে নেই এক তিল।

পাওয়া না পাওয়ার হিসাব খানা রেখে দিলাম তুলে

বুঝিয়ে নেব ওপারেতে যদি সময় মিলে ।

আপন মনে আপনি ভাবি

আর কী আছে বাকি !

আমার যা কিছু, গেছে সবই

মৃত্যুরে তাই ডাকি।

∞∞∞∞∞∞∞

ক‌বি প‌রি‌চি‌তি:

খন্দকার আরশাদুল বারী, পিতা: খন্দকার আব্দুল হাই, মাতা : সৈয়দা হোস‌নে আরা, জন্মস্থান: বউলবা‌ড়ি, পীরগঞ্জ, রংপুর। ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে প্রা‌ণি‌বিদ‌্যায় স্নাতক ও স্না‌তো‌কোত্তর পাশ। বর্তমা‌নে কর্মরত আ‌ছে পীরগঞ্জ সরকা‌রি ক‌লেজ, ঠাকুরগাঁও এ। লেখা‌লি‌খি মোটামু‌টি ছোট বয়স থে‌কেই ক‌রেন। জন্মগ্রহণ ক‌রে‌ছেন ১৯৯২ সা‌লের ১২ ই ডি‌সেম্ব‌রে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*