হেমন্ত কাল
-আশীষ খীসা
≅≅≅≅≅≅≅≅≅
নব যৌবনের উদ্দীপনায়
সজীবতায় এসেছে হেমন্তকাল,
দুইমাস পর পর ঋতু বদলের
খেলায় হেমন্ত আসে অনন্তকাল।
নবান্ন উৎসবের আমেজ নিয়ে
খুশির দোলায় আসে হেমন্ত,
প্রকৃতি হয়ে উঠে সুশোভিত
নব রূপে তারুণ্যে জীবন্ত।
কৃষক কৃষাণীর মুখে হাসি
মাঠ ভরা সোনালী ধান দেখে,
রাখাল বাঁশি বাজায় সুমধুর সুরে
গাছ তলায় বসে গরুগুলো রেখে।
পাকা ধানে ভরে যায় সব
পল্লী বাংলার মাঠ-প্রান্তর,
সোনালী ধানের শীষ দেখলে
খুশিতে ভরে যায় অন্তর।
কৃষকের মুখে মুখে গান
আঞ্চলিক,লোকগীতি,
দেশাত্ববোধক,মাইজভাণ্ডারী,
ছায়াছবি,লোকগীতি ও পল্লীগীতি।
ধান কাটতে ব্যস্ত কৃষক
ধান শুকাতে ব্যস্ত কৃষাণী,
গোলা ভরা ধান দেখে হাসিভরা
থাকে কৃষক-কৃষাণীর মুখখানি।
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা,জেলা বান্দরবান পার্বত্য জেলা।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি।একক কাব্যগ্রন্থগুলো হলোঃ১।কবিতায় কবির দর্শন ও ২।কাব্য দর্পণ। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৯টি।