রঙমশাল

-স্বপন গায়েন

♦♦♦♦♦♦♦♦♦♦

রংচটা শরীর

রংচটা হৃদয় উপকূল

তবুও আতসবাজি জ্বালাতে ইচ্ছে করে।

সব্বার ঘর আলোময়

শুধু আমাদের ঘর বড্ড আঁধার

মোমবাতি রঙমশাল কতো রকম বাজি …

বিবর্ণ কবিতার পাতায় রক্তপাত হয়

চারিদিকে মাইকে বাজছে শ্যামা মায়ের গান

অদ্ভুত আঁধারকে গিলে খাচ্ছে বিপন্ন জীবনের কাব্য।

সব পুজো শেষ

আতসবাজির রঙ সব ক্রমশ বিবর্ণ হয়ে যায়

জীবনটা রঙমশাল হল না কখনও …

♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি- 

কবি – স্বপন গায়েন, ঠিকানা – গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*