হেমন্তের শোভা
-বিকাশ চন্দ্র মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈
সবুজ শ্যামল
ধানের পাতায়
ঐ দেখা যায়।
হেমন্তের ফোঁটা ফোঁটা
শিশির বিন্দুর ঘনঘটা।
আজি সূর্যোদয়ের প্রাতে
আলোক ছটায় মাতে।
করছে দ্যাখো টলমল
কেমন তর ঝলমল।
কি অপরূপ তার শোভা
শুক্লা তিথিতে চন্দ্রপ্রভা।
হৈমন্তী সোনালী ধানে
সোনার পরশ আনে।
প্রকৃতির অঙ্গে অঙ্গে
চিত্তাকর্ষক এই বঙ্গে
কতই না মনোলোভা।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।
গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।
কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত আছেন।
শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।
প্রথম কাব্য গ্রন্থ অনুভব ,অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে ।এপার ওপার দুই বাংলার অনলাইন ও অফলাইন একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ভালো লাগলো।
কবিতা পাতায় আমার কবিতা স্থান পাওয়ায় আমি আপ্লুত । সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও শ্রদ্ধা ।