প্রান্ত ছোঁয়ার গল্প
-মীর সেকান্দার আলী খোকা
ººººººººººººººººººººººº
প্রান্ত ছুঁয়েছি,এই উল্লাসে উচ্ছাসিত হয়ে
যেন হারিয়ে না’ যায়।
ভুলে যাবো না, এই বিধানের বিধান রেখেই
যেন পথ চলি।
পূর্ব পুরুষগণ প্রান্ত ছুঁয়েছিল কখনো ভুলে যায়নি তারা
প্রান্ত ছুঁয়ার গল্প।
যখন থেকে ভুলে গেলাম, ভুলে গেল
তখনি নরক খড়গ উপনীত হলো শিরে ।
ধীরে ধীরে কৃপা ঝরে গেল স্বর্গের, নেমে এলো
প্রখরতা নরকের।
পেছন ফিরে দেখি-দেখো প্রান্ত ছুঁয়েছিল ওমর,
ওসমান, আলী ও আবু বকর।
খোদা ভীতির নির্ভীক অতি-সাধারণ পথিক
উজ্জ্বল নক্ষত্র আজও বিশ্বে।
তুমি কোন পথে আছো, আছি আমি
কি’ করে বিজয় আসবে ইসলামে!
দোয়া ও নিন্দা নেহাতি দুর্বল ঈমান
মিডিয়াতে গলা হাকো জিহাদি সুরে, যাও না
ঘুরে এসো ফিলিস্তিন হতে।
হায় মুসলিম, জয় পেতে চাও?
বারেক ফেরো
ওমর ,আলী, আবু বকর, ওসমানী খেলাফতে ।
ººººººººººººººººººººººº
কবি পরিচিতি-
কবিতাটির সৃষ্টিকাল:২৩-১০-২০২৩ইং
স্থায়ী ঠিকানা: ১নং ওয়ার্ড, মাদ্রাসাপাড়া, পৌরসভা, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও ।