মাঠের কথা
-অভিজিৎ হালদার
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
মাঠে মাঠে যদি শুকনো পাতা ওড়ে
মনে রেখো পৃথিবী শুধু
একা একা কেঁদে মরে।
মন বাড়িয়ে মনকে ছুঁয়ে
হাত বাড়িয়ে দিয়ে হাত
মানুষকে বুঝতে গেলে
জীবন দিতে হবে দান।
মাঠে মাঠে শিশির ভেজা গল্প
নৌকার পালে পালে ;
দিবারাত্রি নক্ষত্রের আলো
তারার বুকে বুকে জ্বলে।
পাতা ঝরে পাতা নড়ে
গোলাপের কাঁটা পায়ে ফোঁটে
রক্ত গড়াই চোখের নদীতে।
শেষ বিকালের গোধূলি লগ্নে
জলে ভেসে কাগজের নৌকা
চলে যায় ভারত মহাসাগরে –
নীল পাখি চিঠি নিয়ে
চলে যায় দূর দেশে।
মাঠে মাঠে সিগারেটের ধোঁয়া
প্রেমিকের লাল টুপি
প্রেমিকাদের ঠোঁটের কোণে ফোঁটে।।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার মাতা:- আরতি হালদার
শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)।