অসম্ভব ভালোবাসার গল্প

-মোঃ হাসানুজ্জামান

∞∞∞∞∞∞∞∞∞∞

অন্তহীন পথে ছুটে চলার নাম যদি

স্বপ্নীল স্বপ্ন বোনা জীবন হয়,

তবে- অসম্ভব ভালোবাসার পেছনে

ছুটে চলার শেষ পরিণতি কি হবে?

যার জন‍্য সারাক্ষণ বুকের মাঝে,

তোলপাড় করে ধুকধুক আওয়াজ উঠে,

যার অবয়ব চোখের তারা হয়ে,

নীল পদ্মের মত প্রস্ফুটিত হয়ে থাকে,

নয়ন খোলা থাক আর না হয় বন্ধ,

শুধু তার ছবিই ভাসে স্বচ্ছ হয়ে।

তাকে কাছে না পাওয়ার যন্ত্রণা

কিভাবে বুকে চাপা দিয়ে রাখবো বলতে পারো?

সারাদিনের কর্ম ক্লান্তি শেষে-

ঔষুধ খেয়ে- ঘরের আলো নিভিয়ে,

বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে,

ঘুমের শহরে ছুটে চলার বাসনা নিয়ে,

শান্তির ঠিকানায় হারিয়ে যেতে ইচ্ছে করে।

কিন্তু তার পরেও যখন ঘুম আসে না,

চিন্তায় চেতনায় মননে যার কথা ভেবে ভেবে,

কিছুতেই দু চোখের পাতা এক করতে পারি না।

আমার মত নির্ঘুম রাত জেগে জেগে

সেও কি আমার কথা ভাবে?

মাঝে মাঝে খুব ইচ্ছে করে

পাখি হয়ে ডানা মেলে ঘুরতে,

বন বাদাড়ে ক্ষেত খামারে

ঝর্ণাধারা নদীর পাড়

নীল আকাশের বুকে উড়তে।

তবুও যদি বুকের হাহাকার হৃদয়ের কান্না,

একটু একটু করে লাঘব হত।

তিলে তিলে শেষ হয়ে যাওয়া

জীবনের আশা-আকাঙ্ক্ষা সুখ স্বপ্ন,

হয়তো কখনো ফিরে আসবে না।

যৌবনের উচ্ছ্বাসিত মধুর দিন গুলো,

সোনালী অতীত হয়ে স্মৃতির পাতায়,

অম্লান হয়ে গেঁথে রবে।

তার জীবনের সোনালী দিন গুলো

সোনায় মোড়ানো ঝকঝকে চকচকে,

চোখ ধাঁধানো রঙিন হবে।

সুখের একটা নীড় হবে, সংসার হবে,

সেখানে সে আনন্দ উল্লাসে মেতে রবে।

অবসর পেলে- একা থাকার সময়,

স্মৃতির পাতায় আমার ছবিটা ভেসে উঠবে,

কিছু কষ্টের কথা মনে করে

বুক ভরে নিঃশ্বাস নিয়ে,

দীর্ঘদিনের জমে থাকা একটা দীর্ঘশ্বাস ফেলবে।

নয়তো কিছু সুখের স্মৃতি মনে করে,

মুচকি হেসে মনে মনে বলবে- ও তো একটা পাগল ছিলো।

এমন অস্থির করা মন পাগল করা,

কত শত অসম্ভব ভালবাসার গল্প,

চলে অবিরত দুনিয়ার বুক জুড়ে,

চলতেই থাকবে হয়তো পৃথিবী যতদিন রবে।

আর এভাবেই শেষ হয়ে যাবে একদিন,

কল্পনায় ভেসে ভেসে বাস্তবতার ছোঁয়া পাবার আশায়,

আমাদের মত হাজারও প্রেমিক প্রেমিকার জীবনে,

ব‍্যথা-বেদনায় ভরা অসম্ভব ভালবাসার গল্প।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

নামঃ মোঃ হাসানুজ্জামান, জন্মঃ ১লা মার্চ ১৯৮৪ইং, পেশাঃ প্রভাষক( ভূগোল ও পরিবেশ ), পিতাঃ মোঃ সাজেদুর রহমান মাতাঃ মোছাঃ আছিয়া খাতুন, গ্রামঃ রাধাকান্ত পুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লাল পুর, জেলাঃ নাটোর। প্রকাশিত যৌথ কাব‍্যগ্রন্থঃ শোকনামা ও বাংলাদেশের ২৩০ কবির কবিতা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*